অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সরকারি কর্মকর্তা কর্মচারী সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১১:৫০

remove_red_eye

৩৯৩

ভোলায় সরকারি কর্মকর্তা,কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের সমন্বয়ে ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ভোলা গজনবী স্টেডিয়ামে জেলার সকল উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের সমন্বয়ে ৩৯টি ইভেন্টের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক -ই-লাহী চৌধুরী।এসময় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক রাজিব আহমেদ,পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিক -ই-লাহী চৌধুরী বলেন, ক্রীড়া প্রতিযোগিতা মাধ্যমে জেলার সকল সরকারি  কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মাঝে সেতুবন্ধন সৃষ্টি করবে এবং বন্ধুত্ব ও আন্তরিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। পাশাপাশি প্রতিদিনের কাজের একঘেয়েমি দূর করে কর্ম¯পৃহা বাড়াতে সহায়ক হবে।





আরও...