অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে সড়কে স্পিডব্রেকারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২২ রাত ১১:৪১

remove_red_eye

২৮৭

ভোলার দৌলতখান-বাংলাবাজার প্রধান সড়কের চালতাতলী বাজার সংলগ্ন জয়নুল আবদীন ল্যাবরেটরী হাইস্কুলের সামনে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ঘন্টাব্যাপী পাঁচশতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কে সকল ধরণের যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর বিক্ষোব্ধু শিক্ষার্থীদের শান্ত করে এক সপ্তাহের মধ্যে স্পিডব্রেকার স্থাপনের আশ^াস দেন। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা মাইদুল ইসলাম খাঁন, থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আল নোমান সহ অনেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত সোমবার বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা রাস্তা পারাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে ব্যাটারি চালিক  বোরাক এসে আখিঁ নামের অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে ধাক্কায় দেয়। এতে তার একটি পা ভেঙে যায়। এঘটনার পর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তার জেরে শিক্ষার্থীরা স্পিব্রেকারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করেছেন।