অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২২ রাত ১১:৪২

remove_red_eye

৪১৪

 ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী , সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও বাল্ বিবাহ, নারী ও শিশু নির্যাতন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা নিরসনে কল্পে জেলা পর্যায়ে মসজিদের ইমাম খতিব আলেম ওলামাদের এবং মসজিদ ভিত্তিক শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২২ মার্চ সোমবার সকালে ভোলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মামুন আল ফারুক।

ভোলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ । দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার  ট্রেইনার মোঃ রিয়াজ উদ্দিন কাশেমী। পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওঃ মোঃ শেখ ফরিদ। প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে ইমাম আলেম শিক্ষক সহ সকল পর্যায়ে মানুষ ভূমিকা পালন করতে হবে। সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশের ইসলাম প্রসারিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।তার ই সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও ইমাম আলেম ওলামাদের  জন্য কাজ করার মসজিদ ভিত্তিক গনশিখা কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক সহযোগিতা করছেন। তিনি সামাজিক সাংস্কৃতিক সুন্দর সমাজ বিনির্মাণে মডেল মসজিদ নির্মাণ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকান্ড করে যাচ্ছেন।





আরও...