অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আর্ন্তজাতিক বন দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২২ রাত ১১:১৬

remove_red_eye

৩৫৯

আক্তারুল ইসলাম আকাশ II ‘বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ব্যবহার’ প্রতিপাদ্য নিয়ে ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস । দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার এর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তারা  বনায়নের গুরুত্ব ও মানব জীবনে বনায়নের নানা মুখী উপকারী দিকগুলো তুলে ধরে বেশি করে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি শুধু আর্থিক দিক বিবেচনা করে গাছ না লাগিয়ে ঔষধি, ফলজ ও বনজ গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।


সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার, ভোলা প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ,প্রবীণ সাংবাদিক আবু তাহেরসহ বন বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আরও...