অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাকিবের মা, ছেলে ও মেয়ে হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২২ রাত ১২:৩৮

remove_red_eye

৬১২

দক্ষিণ আফ্রিকা সফরে থাকা সাকিব আল হাসানের মা, ছেলে, মেজো মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

অসুস্থ বড় মেয়ে আলাইনা আল হাসানও। তাকে আলাদা রাখা হয়েছে। এছাড়া সাকিব আল হাসানের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাকিবের পারিবারিক সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাকিবের মা শিরিন রেজা আক্তার হার্টের রোগী। নিয়মিত চেক আপে থাকছেন তিনি। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে তাকে কিছুদিন আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চলছে তার চিকিৎসা। আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনো স্বাভাবিক হতে পারেননি।

সাকিবের মেজো ইরাম হাসান ও একমাত্র ছেলে আইযাহ আল হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানা গেছে। এছাড়া বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা জ্বরে ভুগছে।