অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় স্কাউটস’র দিনব্যাপী ওয়ারিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০১৯ রাত ০৯:৫১

remove_red_eye

৬৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা স্কাউটস এর দিনব্যাপী ওয়ারিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল) হল রুমে এ কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস বরিশাল অঞ্চলের সহকারি পরিচালক শাকিলা ইয়াসমিন, জেলা স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, সহকারি জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মো. মেহেদী হাসান, স্কাউট লিডার মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান রিপন কাব লিডার নাহিদা মোর্শেদ মিশু প্রমূখ।
ওয়ারিয়েন্টশন কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন মো. মমিন উদ্দিন হাওলাদার, মো. হুমায়ুন কবির, তুষার কান্তি চৌধুরী ও মিজানুর রহমান।
দিনব্যাপী এ কোর্সে ১০৩ জন স্কাউটার অংশগ্রহন করেন। কোর্স শেষে বিকেলে প্রধান অতিথি প্রশিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।