অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত সাইক্লোন সেল্টার উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০১৯ রাত ০৯:৫৫

remove_red_eye

৭০৭

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান উপজেলায় ৪ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত একটি সাইক্লোন সেল্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে দৌলতখান পৌর ৯ নং ওয়ার্ড এলাকায় সিটিইআইপি প্রকল্পের আওতায় সাহেবের হাট মাদ্রাসা কাম সাইক্লোন সেল্টারের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। পৌরসভার বাস্তবায়নে ৩ তলা বিশিষ্ট স্থাপনাটি’র অর্থায়নে ছিলো এডিবি ও জিওবি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির কক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশে দুর্যোগ মোকাবেলায় ব্যাপক কাজ করে যাচ্ছে। ভোলা জেলা উপকূলীয় এলাকা হওয়ায় এখানে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। তখন শত শত পরিবার পানি বন্দী হয়ে পড়ে। তাই দূর্যোগে স্থানীয়দের কাছে সাইক্লোন সেল্টারই একমাত্র ভরশার স্থান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গির আলম প্রমূখ।