অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বঙ্গবুন্ধর জন্মদিনে পুরস্কার পেল ২০২ শিশু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২২ রাত ১১:৩৪

remove_red_eye

৩৮০

ভোলায় বঙ্গবন্ধুর ১০২তম জন্ম দিনে জেলা আওয়ামী লীগের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় ছবি এঁকে  পুরস্কার পেয়েছে  ১০২ শিশু ।  অপরদিকে আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়া আরো ১০০ শিশুকে দেয়া হয় সম্মাননা স্মারক । বৃহস্পতিবার জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুরা তাদের আঁকা ছবি প্রদর্শণ করে।  সেরাদের মধ্যে সেরা পুরস্কারও দেয়া হয়। দেয়া হয় ক্রেস্ট।  জেল্ াআওয়ামী লীগ সহসভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওযামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব,  জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দিন নাজু, অধ্যক্ষ সাফিয়া খাতুন , স্বেচ্ছাসেবক লীগ আহŸায়ক আবু সায়েম, ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ । আবৃত্তি প্রতিযোগিতায় সেরাদের মধ্যে সেরা পুরস্কার প্রাপ্তরা হলেন ক বিভাগে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী  সিয়েনা আসকিনা পূন্য  (সেরা প্রথম ) , তকিউর রহমান ( দ্বিতীয়), মহিমা রহমান মীম ( তৃতীয়), খ বিভাগে উলফা বিনতে আমিন ( প্রথম ) তাসকিন মেহজামিন অধরা ( দ্বিতীয়) , নওশারা তাকসির প্রিয়ন্তি ( তৃতীয়), চিত্রাংকনে ক গ্রপে পায়েল মিত্র ( সেরার প্রথম), নিভৃত দে ( সেরার দ্বিতীয়), নুসরাত ফাইরোজ ( সেরা তৃতীয়), খ বিভাগে মহিমা রহমান ( সেরা প্রথম), মোঃ আব্দুল্লাহ আল মাসার ( সেরা দ্বিতীয়), বসুধা আচায্য ( সেরা তৃতীয়) , গ গ্রপে অরপিতা অর্থেই ঘোষ ( সেরা প্রথম), অরপিতা মিত্র ( সেরা দ্বিতীয়), জাহানানা আসকিন তুষা ( সেরা তৃতীয়) ।





আরও...