অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২২ রাত ১১:২৪

remove_red_eye

৩৪৭

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু¯পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের  আয়োজন  করা হয়েছে।

সন্ধ্যায় আইনজীবী সমিতির মূল ভবনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিপি এ্যাডভোকেট আলহাজ্ব সৈয়দ আশ্রাফ হোসেন লাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিপি এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ নুরুল আমিন নুরনবী, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ বেগম, এ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে, এ্যাডভোকেট রাধেশ্যাম দত্ত, এ্যাডভোকেট সৈয়দ মোস্তাফিজুর রহমান, এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, এ্যাডভোকেট জয়ন্ত কুমার বিশ্বাস। এসময় বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনী তুলে ধরেন। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা আইনজীবী সমিতির ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক এ্যাডভোকেট মোঃ তোয়াহা।





আরও...