অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ভোলায় শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৪০৬




বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-দিবস পালন উপলক্ষে ভোলা শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ভোলা জেলা শিশু একাডেমী আয়োজনে “ বঙ্গবন্ধুর জন্মদিনের অধিকার সকল শিশুর সমান অধিকার” এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের নিয়ে দিনব্যাপী চিত্রাঙ্কন ও আবৃত্তি  প্রতিযোগিতা  হয়েছে।  এ সময় শিশুরা ছবির মাধ্যমে বঙ্গবন্ধুকে রং এর তুলিতে ফুটিয়ে তুলে। পাশাপাশি বঙ্গবন্ধু বিষয়ক কবিতা আবৃত্তি করে প্রতিযোগীতায় অংশ নেন তারা। চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশগ্রহন করেন।  

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী অর্জনকারীদের আগামী ১৭ মার্চ িেবজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগীতা অনুষ্ঠানেএ সময় উপস্থিত ছিলেন ভোলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আকতার হোসেন,জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক হামিদুর রহমান হাসিব,আবৃত্তি শিল্পি নেয়ামতউল্ল্যাহ,মশিউর রহমান পিংকু, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব,সাংবাদিক ও সংগঠক  আদিল হোসেন তপু প্রমুখ।







আরও...