অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩২


ভোলার ইলিশায় হাই ওয়াটার লেভেল ঘাট নির্মান হচ্ছে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৯ রাত ১০:০৭

remove_red_eye

৫৭৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : অতিজোয়ারে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ভোলা-ল²ীপুর রুটের ভোলার ইলিশায় হাই ওয়াটারলেভেল ঘাট নির্মান করা হচ্ছে। এ ঘাট না থাকার ফলে গত কয়েক মাস জোয়ারের সময় ফেরিতে লোড-আনলোড বন্ধ থাকতো। অতিজোয়ারে প্লাবিত হতো এ্যাপ্রোচ সড়ক। ৩ / ৪ ফুট পানিতে ডুবে যেতো ফেরির গ্যাংওয়ে। ৪ /৫ ঘন্টা পিছিয়ে যেত ফেরির চলাচল সময়। বর্তমান লো-লেভেল ওয়াটার ঘাটের একশ ফুটের মধ্যেই হাই-লেভেল ঘাটের মূল কাজ শুরু করেন বিআইডবিøউটিএ’র লোকজন। এর আগে ঘাটের আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বরিশাল বিআইডবিøউটিএ’র নির্বাহী প্রকৌশলী মামুন উর রশীদ জানান, ঈদের আগেই হাইলেভেল ওয়াটার ঘাট নির্মান কাজ শেষ করা হবে। নির্মানে ব্যয় হবে ১৮ লাখ টাকা। এ ছাড়া পাশের লঞ্চ পন্টুন দেড়শ ফুট দূরে সরিয়ে নেয়া হচ্ছে। ফেরির দায়িত্বে থাকা বিআইডবিøউটিসি’র ম্যানেজার মোঃ এমরান হোসেন জানান, জোয়ারের কারনে ফেরিঘাট তলিয়ে থাকায় ওই ফেরি প্রতিদিন একবারের বেশি ট্রিপ দিতে পারছে না। ফলে উভয় পাড়ে এক হাজারের বেশি যানবাহন আটকা পড়েছে। ঈদের আগে হাই-লেভেল ঘাট নির্মান কাজ শেষ করা জরুরী হয়ে পড়েছে। বিআইডবিøউটিএ’র সহকারী প্রকৌশী মোঃ নজরুল ইসলাম জানান, তারা দ্রæত কাজ শেষ করার চেস্টা করছেন। ইলিশা ফেরিঘাট এলাকার দু পাশে বেশ কিছু অবৈধ দোকানপাট গড়ে ওঠেছে। যে পাশে হাই-লেভেল ওয়াটার ঘাট নির্মান করা হবে, ওই পাশ থেকে ওই সব স্থাপন সরিয়ে দিতে হয়। কয়েকটি দোকান সরানো হয়েছে। বালুভর্তি জিও টেক্সটাইল ফেলা হয়। পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনে আরো ৪ /৫ দিন সময় লাগবে। তবে ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার এমরান হোসেন জানান, হাইলেভেল ওয়াটার ঘাটে ছোট গ্যাং ওয়ে স্থাপন না করে এ ঘাটের জন্য নারায়নগঞ্জে নির্মিত বড় আকারের গ্যাংওয়ে ও পন্টুন স্থাপনের দাবিও জানান তিনি। বড় আকারের পন্টুন ও গ্যাংওয়ে স্থাপন না করলে ফেরিতে লোড-আনলোডে বড় ধরনের সমস্যা দেখা দিবে । ফলে নতুন নির্মিত পন্টুন দ্রæত এ ঘাটের জন্য আনা অপরিহার্য বলেও জানান ম্যানেজার এমরান। নির্বাহী প্রকৌশলী জানান, ঈদকে সামনে রেখেই এ ঘাট নির্মান ও পন্টুন স্থাপনের কাজ দ্রæত করা হচ্ছে। এ ক্ষেত্রে তিনি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতাও চান। পাউবো নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার জানান, তারা সহযোগিতা করতে প্র¯ুÍত আছেন। টেকনিক্যাল সাপোর্ট তারা দিবেন বলেও জানান।





ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল

ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল

ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না : সাবেক এমপি  ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ

ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না : সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ

মেঘনা নদীতে কর্ণফুলী-৩ লঞ্চের  ধাক্কায় এমভি সম্পদ লঞ্চ ক্ষতিগ্রস্ত

মেঘনা নদীতে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় এমভি সম্পদ লঞ্চ ক্ষতিগ্রস্ত

ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের ৪টি গাড়ি আটকে দিলো ছাত্র জনতা

ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের ৪টি গাড়ি আটকে দিলো ছাত্র জনতা

চরফ্যাসনে দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামী মো. আল আমিনকে গ্রেপ্তার

চরফ্যাসনে দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামী মো. আল আমিনকে গ্রেপ্তার

দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে : হাফিজ ইব্রাহিম

দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে : হাফিজ ইব্রাহিম

লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট

মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার :  প্রধান উপদেষ্টা

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির নেপথ্যে

লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির নেপথ্যে

আরও...