অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মাছুমা খানম বিদ্যালয়ের শিক্ষিকা কহিনুর বেগমের বিদায় সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২২ রাত ১১:২৭

remove_red_eye

৩৭১



মোঃ ইসমাইল \ ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ কহিনুর বেগমের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুলের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা স¤পাদক মো: শওকাত হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, বিদায়ী শিক্ষিকা কহিনুর বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী ওই শিক্ষিকা। প্রধান অতিথি ও সহকারী শিক্ষকদের বক্তব্যে কর্মময় জীবনে কহিনুর বেগম একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী স¤পন্ন শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, কহিনুর বেগম মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একজন দক্ষ শিক্ষিকা ছিলেন। তাহার দক্ষতা ও পাঠদানে প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছিল। তিনি তাহার ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর চর ভেদুরিয়া স্কুলের প্রধান শিক্ষক জনাব হাসান মিজানুর রহমান মিঠু ও  প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব ইসমাইল হোসেন।





আরও...