অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ইয়াবাসহ যুবক আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৯ রাত ১০:১১

remove_red_eye

৬০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকায় থেকে ইয়াবাসহ মোঃ মিরাজ (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এসময় ওই যুবককের কাছ থেকে ৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শান্তনু দেবনাথের নেতৃত্বে রবিবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ গ্রাম থেকে ৫ পিস ইয়াবাসহ মিরাজ নামে ওই যুবককে আটক করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইন ভোলা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।