অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


করোনায় ১ জনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২২ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৪৩৩

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ১১২ জন।

১৩ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত ২৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৮ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় শুধু চট্টগ্রাম বিভাগে করোনায় একজন মারা গেছেন। অন্য বিভাগগুলোতে করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 





আরও...