বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১১:১৭
৪৪
মুখে চিরচেনা হাসিটা আছে। কিন্তু ভেতরে কি চলছে বোঝা যাচ্ছিল না একটুও! বিমানবন্দরে সাকিব আল হাসানকে দেখে কোনো কিছু অনুমান করা গেল না।
দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে গণমাধ্যমে কথা বলবেন তা আগে থেকে জানা ছিল। তাই একটু ভিড়ও ছিল। সেই ভিড় সামলে সাকিব এগিয়ে এলেন প্রাণবন্তভাবে। দ্বিতীয় প্রশ্নটাই বাউন্সার, ‘স্বস্তি নিয়েই কি দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন? সাকিব ডাক করলেন না। সোজা পুল, ‘অনেকটা স্বস্তি নিয়ে যাচ্ছি।’
সঙ্গে যোগ করলেন, ‘দলের সঙ্গে থাকাটা সব সময়ই ভালো ব্যাপার, মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। সামনেও হয়তো থাকতে পারলে ভালো লাগবে। দলের সঙ্গে থাকাটাই সব সময় আনন্দের ব্যাপার। আশা করি দলের জন্য সবাই একটা ভালো ফল আনতে পারব।’
ঠিক এক সপ্তাহ আগে ওই জায়গায় দাঁড়িয়ে সাকিবের কন্ঠে ছিল ভিন্ন সুর। বলেছিলেন, ‘শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক খেলার মতো অবস্থায় নেই। এজন্য বিশ্রামের প্রয়োজন।’ এরপর সপ্তাহজুড়েই নানা নাটক। শনিবার সেই নাটকের মধুর সমাপ্তি টেনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সাকিব নিজে। দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন তিন ওয়ানডে এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে।
রোববার রাতে বিমান উঠার আগে সতীর্থ, টিম ম্যানেজমেন্টকে পাশে চাইলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘অনেক সময় জায়গার পরিবর্তন হলে মানসিক অবস্থারও পরিবর্তন হয়। আমি ওই আশাটাই করছি। আমি নিশ্চিত আমার সতীর্থ, ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ সবাই আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে। আশা করছি এবারও তারা একইভাবে সহযোগিতা করবেন। আমি চেষ্টা করবো সেটার প্রতিদান দিতে।’
বাংলাদেশ দল জোহানেসবার্গে পৌঁছে বিশ্রামে কাটিয়েছে। দলের প্রত্যেকের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবার দল প্রথমবার অনুশীলনে নামবে। সাকিব কালই পৌঁছে যাবেন দক্ষিণ আফ্রিকায়। একটি ট্রেনিং সেশন মিস করলেও নিজেকে তৈরির পর্যাপ্ত সময় পাচ্ছেন বলেই বিশ্বাস করেন সাকিব, ‘কালকে ট্রেনিং হলে ওই সময়ে আমি মাঠে উপস্থিত থাকবো। কিছুই মিস হচ্ছে না ওইভাবে। আমার ধারণা পর্যাপ্ত প্রস্তুতির সময় আছে।’
স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি মানসিক প্রস্তুতিতে জোর দেওয়ার কথা বলেছেন সাকিব, ‘আমরা ওখানে হয়তো পাঁচদিন-ছয়দিন অনুশীলন করবো। তবে অনুশীলনে উন্নতির বড় জায়গা থাকে না। কিন্তু মানসিকভাবে আমরা যতটা প্রস্তুতি নিতে পারব ভালোভাবে, ততটা আমাদের জন্য ভালো হবে। আমার এবং দলগতভাবে সবাইকেই নিতে হবে। আমি ভালো করলাম, দল ভালো করলো না, তাহলে হবে না। কেউ পারফর্ম করলো, আমি করলাম না, সেটাও হলো না। সবাই একসঙ্গে পারফর্ম করলেই দলের ভালো ফল পাওয়া যাবে।’
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন "আবদুল বারী"
‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে’
বলিউডে পা রাখছেন আরও দুই স্টার কিড
‘মোস্তাফিজ বলতে পারে সে টেস্টের জন্য ফিট না’
বিএনপি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়: কাদের
সোনার দামে রেকর্ড, প্রতি ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা
এক মাস পর করোনায় একজনের মৃত্যু
ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনের স্মরণ সভা অনুষ্ঠিত
চরফ্যাসনে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
ভোলার শিবপুরে ওপেন হাউস ডে
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত