অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় অতিরিক্ত পুলিশ সুপারের আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১০:৩৭

remove_red_eye

৪৩৩



মোঃ ইসমাইল  : ভোলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার  ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্বাস উদ্দিন,  ভোলা সদর থানার অফিসার ইনচার্জ  এনায়েত হোসেনসহ প্রমুখ। এ সময় পুলিশ সুপার বলেন, বিদায়ী অতিথি মোহাম্মদ আবুল কালাম আজাদের বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রæতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ ফরহাদ সরদার। উল্লেখ্য সরকারি এক আদেশে ভোলা ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদকে ট্যুরিস্ট পুলিশে বদলী করা হয়েছে। পরে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।






আরও...