অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে পরকিয়া প্রেম সংর্ঘষে ৯জন আহত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৩৬৪


তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নে প্রবাসীর স্ত্রী নিয়ে মহিলা মেম্বারের ছেলে পালানোর ঘটনায় মারামারি হয়েছে। এঘটনায়  ৯জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 অভিযোগের ভিত্তিতে রবিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মরহুম রতন মিয়া ও বর্তমান ১,২,৩ নং সংরক্ষিত সদস্য  বিবি রহিমার ছেলে মোঃ রাসেল ফেব্রুয়ারি মাসে প্রতিবেশী কাঞ্চন ডুবাইর মেয়ে ওমান প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।


শুক্রবার জুমার নামাজ শেষে এসব পরকিয়ার বিষয় নিয়ে রাসেলের মৃত স্ত্রীর ভাই মুসার সাথে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রীর ভাই ইলিয়াসের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এঘটনায় উভয় গ্রæপের মধ্যে দ্বিতীয় দফায় হামলা ও মারামারির ঘটনা ঘটে। এতে জরিনা (৬০), রেনু বেগম (৫০), কাঞ্চন ডুবাই(৫৫), ইলিয়াস (২৬) ইউসুফ (৩৫), মুসা(৩৮), সোহেল (১৮), ফরিদ(৪০), আঃ খালেক(৪৮) আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা মেম্বার বিবি রহিমা জানান, ২১ ফেব্রæয়ারি তে পালিয়ে যাওয়ার পর থেকে রাসেলের মোবাইল বন্ধ রয়েছে। তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।