অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ঘের থেকে তিন লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ রাত ০৮:০৪

remove_red_eye

৩৪২

ভোলা তজুমদ্দিন শম্ভুপুর  একটি মৎস্য ঘের থেকে জোরপূর্বক তিন লক্ষাধিক টাকার মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় মো: মুজাহারুল ইসলাম  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লাতছি শম্ভুপুর  আবুল আকাশের ছেলে মোঃ মুজাহারুল ইসলাম দীর্ঘ ২০ বছর  মৎস্য চাষ করে আসছেন।

বৃহস্পতিবার  আনুমানিক দুপুর ১:৩০ সময় লামছি শম্ভুপুর  সাইদুল হক চৌকিদার সহ তার  ছেলে ফরিদ, সেলিম, কামাল  জোরপূর্বক ভাবে ওই ঘেরের প্রায় তিন লাক্ষাদিক  টাকার মাছ লুট করে নেয়।

স্থানীয় লোকজন দেখে আমাকে ফোন করে। আমি এলাকায় বাহিরে থাকায় আসতে সময় হয়। এসে দেখি আমার ঘেরের পানি ও মাছ নেই। স্থানীয় লোকজনের কাছে জানতে পারি তাহারা আমার ঘেরের মাছ ধরে দিয়ে যায়। ইতি মধ্যে বিবাদী আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এব্যাপারে  তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান  অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।