অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভোলায় স্কুল পর্যায়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৩৬১

 মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উপলক্ষ্যে  ভোলায় স্কুল পর্যায়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা ভিত্তিক আবৃত্তি,সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


পরে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক  এ কে এম ছালাউদ্দিন সভাপত্বিতে বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অভিতাভ রায় অপু, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ  কলেজের প্রভাষক আসমা আক্তার সাথী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক  আফরোজা আক্তার কোয়েল,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল হোসেন তপু।


অনুষ্ঠানের সঞ্চলনা করেন সিনিয়র শিক্ষক শারমিন জাহান শ্যামলী। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেন। এসময় বক্তরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে আগামী দিনে মুক্তিযোদ্ধার চেতনায় উজ্জীবত হওয়ার আহবান জানান। এ ছাড়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে দিবস টি পালিত হয়।





আরও...