অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


এ কেমন সুপারি গাছের সাথে শত্রুতা !


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৪২২

ভোলার দৌলতখানে একটি সুপারি বাগানের প্রায় পাঁচশতটি সুপারি গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোঃ সাব্বির হোসেন নামে এক যুবকের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। সুপারি বাগানের মালিক সাব্বির হোসেন জানান, আজ ভোরে তার বাগানের ৫০০টি সুপারি গাছের  চারা একদল দুর্বৃত্তরা কেটে ফেলেন। তিনি জানান, আমাদের পরিবারের কারো সাথে সুপারি বাগানের আশ-পাশের কোন মানুষের সাথে পূর্ব শত্রুতা  নেই।

একদল দূর্বৃত্তরা এ কেমন সুপারি গাছের সাথে শত্রুতা  আসলেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় তারা ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত করে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান , এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আরও...