অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


উগ্রবাদ প্রতিরোধে ভোলায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১০:১৯

remove_red_eye

৩৪৭



অচিন্ত্য মজুমদার : ভোলায় উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালায় জেলার ৭০টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও কাউন্সিলররা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ঘন্টাব্যাপী প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেলিন।
পরে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী,  বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  দোস্ত মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক  এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম,দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণসহ পৌর কাউন্সিলর বৃন্দ।

এসময় বক্তারা বলেন, আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যাতে করে তারা জঙ্গীবাদে না জড়ায়। বিশেষ করে উঠতি বয়সের তরুণদের মাঝে জঙ্গীবাদে জড়ানোর প্রবণতা বেশি থাকে। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বই পড়া ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে। তারা যাতে মূল ট্রাকে থাকে সেদিকে নজর রাখতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ সরকার জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে।






আরও...