অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভোলা চ্যাম্পিয়ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১২:৫০

remove_red_eye

৫১২

 আকতারুল ইসলাম আকাশII বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভোলা দল চ্যাম্পিয়ন হয়েছে । বুধবার (৯মার্চ) পিরোজপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় পটুয়াখালী জেলা দলকে ৫০ রানের ব্যবধানে হারিয়ে ভোলা জেলা দল জয়লাভ করে । খেলায় ভোলা দল প্রথম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ ইউকেটের বিনিময় ১২৭ রান সংগ্রহ করে দলটি।

খেলার দ্বিতীয়ার্ধে পটুয়াখালী দল ১২৮ রানের টার্গেট নিয়ে খেলতে ১৮ ওভারে ৭৭ রানে অলআউট হয়। ভোলা জেলার পক্ষে ব্যাটিংয়ে অমি ৩০ রান করেন এবং অন্তর ২৭ রান করেন। বোলিংয়ে অনি ৪ ইউকেট ,আতিক ৩ ইউকেট ,রাব্বানী ১ ইউকেট ও যুবরাজ ১ ইউকেট পায়। খেলা শেষে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। উল্লেখ্য টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বরিশাল বিভাগের মোট ৬টি জেলা অংশ গ্রহণ করে।