অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ইয়াবাসহ ২ জন আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৯ রাত ০৯:০৬

remove_red_eye

৯২৯

লালমোহন প্রতিনিধি || ভোলার লালমোহনে ইয়াবা ট্যাবলেটসহ হেলাল মাঝি (৪০) ও নসু মাঝি (৩৫) নামের জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন দীঘিরপাড় ও কাঠিরমাথা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ধৃত হেলাল মাঝির বাড়ি স্থানীয় জনতা বাজার ও নসু মাঝির বাড়ি পার্শ্ববর্তী ফাতেমাবাদ গ্রামে।
স্থানীয় মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশির আহমেদ জানান, ইয়াবা বেচা বিক্রির সংবাদ পেয়ে ফাঁড়ির এস,আই হেলাল উদ্দিন এবং এ,এস,আই জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করেন। এ ব্যপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।