অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১২:১৯

remove_red_eye

৩৪২

 ভোলার দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প’র আওতায় সুশিলনের উদ্যোগে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় ও গেøাবাল আ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বুধবার দৌলতখান উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করেন । পরে  উপজেলা অডিটোরিয়ামে এসে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে সুশীলনের উপজেলা সমন্বয়কারী রেখা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌতখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক আবু সালেহ, জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাপোর্ট ইন্ট্রিগেশন শহিদুল ইসলাম, সুশীলন এর টিম ম্যানেজার মো: রকিবুল বাহার সহ অনেকে।