অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো ৩ দিনের বিজ্ঞান মেলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২২ রাত ১০:৪২

remove_red_eye

৪৫২



মলয় দে : ভোলায় বিজ্ঞান মেলার ৩য় ও শেষ দিনে গতকাল ৮মার্চ সন্ধ্যায়  ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়(বাংলা স্কুল)এর  মাওলানা ভাসানী মঞ্চে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার এবং সনদপত্র প্রদান করেছেন ভোলা জেলা প্রশাসক মো:তৌফিক- ই- লাহী চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),সুজিত কুমার হাওলাদার,অতিরিক্ত জেলা প্রশাসক,মামুন আল ফারুক (শিক্ষা ও আইসিটি),স্থানীয় সরকার উপপরিচালক, রাজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,মোঃ মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিস গবেষণা কর্মকর্তা, নুরে
আলম সিদ্দিকী,প্রেসক্লাব স¤পাদক ও ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের সভাপতি অমিতাভ অপু প্রমুখ।
ক্লাব পর্যায়ে পুরস্কার পেয়েছে মাহির আলতাব,ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের আশিকুর রহমান, ওই সংগঠনের প্রীতম রায়,মনন রায়,মুনতাজিনা নেহা,আবির সাহা,বোরহানউদ্দিনের জিতু রক্ষিত,
সিনিয়র গ্রæপ থেকে পুরস্কার পায় তারা হলেন,মাহমুদুল জামান,আমির হামজা,সাইদুর রহমান,এবং জুনিয়র গ্রæপ থেকে পুরস্কার প্রাপ্তরা হলেন,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মুনতাছির শাহরিয়ার, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফনান নাবিলা,বোরহানউদ্দিন মোজাম্মেল হক স্কুলের নূরে আলম প্রিন্স, এছাড়াও সকল অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।





আরও...