বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই মার্চ ২০২২ রাত ১১:৫০
৩৩৭
সাকিব আল হাসানের দুমুখো আচরণে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দক্ষিণ আফ্রিকা সিরিজে যাওয়ার কথা বলেও হঠাৎ বিরতি চাওয়ায় পাপন বেশ ক্ষিপ্ত। সামনে এসব বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথাও বলেছেন। সঙ্গে জানিয়েছেন, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা দেশের মানুষ পছন্দ করবে না। কিন্তু ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য সেসব সিদ্ধান্ত তিনি নেবেন।
সোমবার (০৭ মার্চ) গণমাধ্যমে নাজমুল হাসান বলেছেন, ‘কার কাছে অসহায়? কিসের অসহায়? বোর্ড কারো কাছে অসহায়ের প্রশ্নই উঠে না। আমি এগুলো আগে থেকেই জানি যে কি আসতে পারে। এজন্য বিসিবি সভাপতি এবার হতেও চাইনি। আমার জন্য এগুলো মেনে নেওয়া কঠিন। আপনি চুক্তিভুক্ত খেলোয়াড়। আপনাকে খেলতে হবে। আপনি বাধ্য।’
‘এখন আমি কারও জন্য ছাড় দেবো না। কাউকে ছাড় দেব না। এগুলো ব্যক্তিগতভাবে আমার জন্য মেনে নেওয়া কঠিন। সেজন্য আমি হতেই চাইনি। যদি হই (সভাপতি) তাহলে এমন সিদ্ধান্ত নিতে হবে যেগুলো কঠিন সিদ্ধান্ত এবং দেশের মানুষ যা চায় না। আপনারাও চান না। আপনারা আবার এসব খুব পছন্দ করেন। আমি যেগুলো করতে যাবো সেগুলো আপনাদের পছন্দ হবে না।’
আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন সাকিব। ২২ গজে ব্যাটিং, বোলিংয়ে সাফল্য না পাওয়ায় ভেতরে ভেতরে পুড়েছেন সাকিব। উপভোগ করেননি দলীয় সাফল্যও। নাজমুল হাসানের প্রশ্ন তাহলে কেন আফগানিস্তান সিরিজ খেলেছে সাকিব?
তিনি বলেছেন, ‘এখনো কিছুতেই মানতে পারছি না। ঘটনা কী! পৃথিবীর কোনো খেলোয়াড় নেই যার স্বপ্ন থাকে না জাতীয় দলে খেলা। দলে যদি সে খেলতে পারে এবং তার দল যদি জেতে তাহলে তার থেকে বেশি খুশি আর কেউ হতে পারে না। অথচ সাকিব বলছে আফগান সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি সে উপভোগই করেনি। আমরা যে জিতেছি সে উপভোগই করেনি! প্রথম টি-টোয়েন্টি জিতেছে সেটা সে উপভোগই করেনি। কেন?
‘অফফর্ম?’
‘যদি অফফর্ম থাকদো, সে বলতে খেলবো না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই...এগুলো কিছু না থাকলে খেলছে কেন? আমাদেরকে বলো। কাউকে না কাউকে তো বলতে হবে। না বলে খেলবে, তারপর এসব কমেন্ট করবে, এটা তো হতে পারে না। আপনারা আগে বুঝেছেন, টের পেয়েছেন? কে টের পাবে? কাউকে ও বলার আগে যদি কেউ বলে থাকে টের পেয়েছে তাহলে এটা মিথ্যা কথা। এগুলো বলে ফেললে অসুবিধাটা কি?
খেলোয়াড়দের যাচ্ছেতাই আচরণে নতুন খেলোয়াড় তৈরি করতে ঝামেলা হচ্ছে বলেও দাবি করলেন নাজমুল হাসান, ‘আপনি যদি টেস্ট না খেলেন তাহলে আপনাকে বাদ দিয়ে আমার টেস্টের স্কোয়াড চিন্তা করতে হবে। এখন যদি বলেন এই টেস্ট খেলবো...কিছুদিন আগেই বললেন যে, খেলবো না তখন আমি নতুন একটা ছেলেকে সেট করলাম, ও পারফর্মও করলো...আপনার কারণে তাকে বাদ দিয়ে দিতে হলো। তাহলে নতুন ছেলে ডেভেলাপ করবো কিভাবে? এখন হঠাৎ করে বলে, খেলবো না। এখন নতুন একটা ছেলেকে দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে খেলাতে হবে। অথচ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রেখে ওই ছেলেকে প্রস্তুত করার দরকার ছিল। কিন্তু আপনার কারণে তো পারলাম না।’
সামনে বিসিবি সভাপতি কঠিন সিদ্ধান্ত নেবেন তা বোঝাই যাচ্ছে। সেই হুংকার দিয়ে রাখলেন। পাশাপাশি সবাইকে নিজেদের ভাবনা বদলের ডাকও দিলেন, ‘সাকিব যদি কোনো সিরিজে না যায় তাহলে কোনো কিছু আপনারা বলবেন না। কিন্তু কোনো সিরিজে যদি বাদ দেই তখন কি হবে? আপনারা যে হুলস্থূলটা বাজাবেন একবার চিন্তা করে দেখেন। আপনারাও বদলান, খেলোয়াড়রাও বদলে যাবে।’
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ভোলার বিএনপি নেতাকর্মীরা কোরআন তেলাওয়াত দোয়া
ভোলায় স্কুল ছাত্রদের ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত
ভোলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ উদ্যোগ বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন গ্রেপ্তার
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক
তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার মৃত্যু: কাঁদছে বাংলাদেশ
৫১টি দল মনোনয়ন জমা দিয়েছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক