অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষ্যে আওয়ামীলীগের আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২২ রাত ১১:০৫

remove_red_eye

৩১৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে ভোলায় জেলা আওয়ামীলীগের আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে  আলোচনা সভায় অংশ নেয় ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  শফিকুল ইসলাম,শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো: শাহে আলম, ভোলা জেলা যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ সহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চলনা করেন ভোলা সদর উপজেলা অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম। আলোচনার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবিন্দ। এসময় বক্তরা বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ৭ মার্চের  ভাষণ সমগ্র বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তির মন্ত্রে উজ্জীবিত করেছিল। এ ভাষণ মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিল। বঙ্গবন্ধুর আহŸানে সাড়া দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ লোক প্রাণ উৎসর্গ করেন এবং ২ লাখ মা বোন তাদের সম্ভ্রম হারান, যার দৃষ্টান্ত বিশ্ব ইতিহাসে বিরল।
বক্তরা আরো বলেন, ইউনেস্কো কেবল বাঙালী ঐতিহ্য হিসেবেই নয়, ৭ মার্চের এ ভাষণকে বিশ্ব মানবের সম্পদ হিসেবেও স্বীকৃতি পপ্রদান করেছে, যা সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।





আরও...