অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

৩২৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা  প্রশাসন ও জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।  সোমবার সকালে ভোলা জেলা  প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ,ভোলা মুক্তিযোদ্ধা সংসদ  ও বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্মা জানান ও দোয়া মোনাতাজ করেন । এ সময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক  মো: তৌফিক ই-লাহী চৌধুরী,পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,সাবেক উপজেলা কমান্ডার অহিদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।  পরে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ সম্প্রচারের পাশাপাশি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা,প্রশাসনের  মকসবিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অতিথি বৃন্দ।   দুপুরে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। সন্ধ্যায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়( বাংলা স্কুল) এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়।

 





আরও...