অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সম্পন্ন হলো রোভার স্কাউটের ৩৫১ তম বেসিক কোর্স


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২২ রাত ১০:১৭

remove_red_eye

৩৭১




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৩৫১ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স স¤পন্ন হয়েছে।  রবিবার সন্ধ্যায় ভোলা সরকারি কলেজ ক্যা¤পাসে মহাতাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লিগের সাধারণ স¤পাদক আব্দুল মমিন টুলু।কোর্স লিডার শাহিনুর রহমানের সভাপতি এসময় উপস্থিত ছিলেন প্রফেসর পারভীন আক্তার,  আঞ্চলিক উপকমিশনার সিকদার রুহুল আমিন, প্রশিক্ষক শেখ বুলবুল কবির, এসএম তাইজুল ইসলাম প্রমূখ।

স্বাগত বক্তব্যে প্রফেসর পারভীন আক্তার বলেন, শিক্ষার্থীদের সৎ, সুন্দর, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কাউট আন্দোলন অত্যন্ত জরুরি। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুটি করে স্কাউটদল গঠন করার নির্দেশনা দিয়েছেন। এসময় তিনি ভোলায় রোভার স্কাউটস এর নিজস্ব ভবনের জন্য ভোলার জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে একখÐ জমি বরাদ্দ পাওয়ার দাবি জানিয়েছে। ভোলা জেলা রোভার স্কাউট এর ভবন নির্মাণের জন্য জমি দেওয়ার ব্যবস্থা করবেন এমন প্রতিশ্রæতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, স্কাউট আন্দোলনের সাথে যারা জড়িত তারা দেশের আদর্শ নাগরিক। সারা বিশ্বে তাদের বিশেষ মর্যাদা রয়েছে। উন্নত জীবন আর উন্নত দেশ গঠনের জন্য প্রতিটি শিক্ষার্থীর স্কাউট আন্দোলনের সাথে যুক্ত হওয়া উচিত। দুই থেকে ছয় মার্চ পর্যন্ত অনুষ্ঠিত পাঁচ দিনের এই কোর্সে জেলার বিভিন্ন কলেজের ২৫ জন শিক্ষক অংশ নিয়েছেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইলিশা ইসলামিয়া মডেল কলেজের আরএসএল ও উডব্যাজার মোঃ মাজহারুল ইসলাম।





আরও...