অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নতুন আরো ৩টি গ্যাসকূপ খনন হচ্ছে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২২ সকাল ০৭:২৭

remove_red_eye

৪৬৫

অমিতাভ অপু : ভোলায় নতুন করে আরো ৩টি গ্যাস কূপ খনন করা হচ্ছে। এর জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। শনিবার বাপেক্সের ভূ-তত্ত¡ বিভাগের জিএম মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ৭ জনের একটি টিম গেøাবাল পজিশন সিস্টেম ( জিপিএস) ও জিএনএসএস এর মাধ্যমে গ্যাস মজুদের তিনটি স্থান চিহ্নত করেন। নতুন তিনটি কূপের স্থান হচ্ছে ভোলা নর্থ-২ ( ভেদুরিয়া ও পশ্চিম ইলিশা সংলগ্ন কাসেম মাস্টারের বাড়ি এলাকা) , ইলিশা-১ ( মালেরহাট বাজার সংলগ্ন) , টবগী-১ ( বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে) । এর আগে ৬টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে ৫টি বোরহানউদ্দিন উপজেলায় ও ১টি ভোলার ভেদুরিয়া ইউনিয়নে যা ভোলা নর্থ-১ নামে পরিচিত । খনন করা ৬টি কূপের মধ্যে বর্তমানে ৪টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এই সব কূপে গ্যাসের পরিমান ১ দশমিক ২ ট্রিলিয়ানের বেশি । ব্যবস্থাপক ( থ্রিডি) মোঃ এমদাত হোসেন জানান , ২০১২ ও ২০১৪ সালে ভোলায় থ্রিডি জরিপ করা হয়। ২০১৮ সালে ৩টি স্থানে গ্যাসের সম্ভাব্য অস্তিত্ব নিরূপণ করা জন্য কুপ খননের সিদ্ধান্ত হয় । ওই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলায় নতুন করে আরো ৩টি কূপ খননের জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে বলে জানান জিএম (ভূতত্ত¡ ) মোঃ আলমগীর হোসেন, জিএম ( নির্মান) প্রকৌশলী কামরুজ্জামান, জিএম ( ভূ-পদার্থ) মোঃ মেহেরুন হাসান। এই প্রকল্পের পরিচালক ( পিডি) রয়েছেন আহসানুল আমিন। টিম সদস্যরা জানান, সরকারের পক্ষ থেকে কূপ খননের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হলেই দ্রুত কূপ খনন কাজ শুরু হবে। এর আগে ভোলায় বাপেক্স তাদের নিজস্ব কারিগরি টিম দিয়ে ৩টি কূপ খনন করে। এ ছাড়া রাশিয়ান গ্যাসপম, ইউনিকল কূপ খননের কাজ করে। এদিকে নতুন কুপের পরীক্ষা মূলক খনন করতে জমি দুই বছরের জন্য অধিগ্রহণ করা হয়েছে। জমির মূল্য জেলা প্রশাসকের দফতরে দেয়া হয় বলেও বাপেক্স সূত্র নিশ্চিত করে। খনন শেষে গ্যাসের মজুম নিশ্চিত হলে ওই সব জমি’র স্থায়ী অধিগ্রহণ করা হবে বলেও জানান বাপেক্স কর্মকর্তারা।




আরও...