অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে: এমপি মুকুল


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

৩১০






বাংলার কণ্ঠ প্রতিবেদক : তৃর্নমূল আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৩ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশীদ মাস্টারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন বলেন, বিএনপি ক্ষমতায় থেকে কাজ করেছে নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য। আর বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন করে দেশের উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য। আওয়ামী লীগ  সরকার ক্ষমতায় থাকলে রাজধানী থেকে শুরু করে তৃর্নমূল পর্যায়ের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে। সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এসময় এমপি  আরো বলেন, বাংলাদেশ যখন প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তখন একটি চক্র দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। যারা স্বাধীনতা বিরোধী দেশেকে যারা ভালোবাসেনা তারাই দেশে এবং দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেরাচ্ছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাই তৃর্নমূল থেকে শুরু করে সকল পর্যায়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। তাই দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী করতে দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার প্রমুখ।