অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সিঙ্গার শোরুমে শিক্ষা উপকরণে চলছে বিশেষ অফার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২২ রাত ১০:৪৬

remove_red_eye

৩৫৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণে বিশেষ অফার চলছে সিঙ্গার কো¤পানির শোরুমে। চলতি মার্চ
মাসের জন্য নগদ কিনলে ৫ পারসেন্ট ডিসকাউন্ট। তাছাড়া কিস্তিতে কিনলে শিক্ষকদের জন্য ১০ মাস এবং শিক্ষার্থীদের জন্য ৮ মাস পর্যন্ত বিনা ইন্টারেস্টে ল্যাপটপ বিক্রয়ের অফার চলছে।
 শুক্রবার বিকালে শহরের উকিল পাড়াস্থ সিঙ্গার শোরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। কো¤পানির বরিশাল অঞ্চলের ম্যানেজার আরিফুল ইসলাম আসিফ জানান, স¤প্রতি করোনা পরবর্তী শিক্ষা কর্যক্রম শুরু হয়েছে। তাই শিক্ষা উপকরণ বিশেষ করে ল্যাপটপ ক্রয়ে বিশেষ অপার ঘোষণা করা হয়েছে। তিনি জানান, সিঙ্গার কো¤পানি বিশ্ববিখ্যাত ডেল
কো¤পানির ল্যাপটপ এর বিক্রয় প্রতিনিধি। ২০২০ সালে দক্ষিণ এশিয়ায় সব চাইতে বেশি ল্যাপটপ বিক্রি করায় সিঙ্গারকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া সিঙ্গারের অন্যান্য পণ্য ক্রয়ের উপরও বিশেষ ছাড় চলছে।   তবিনিময় সভায় শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নিয়েছেন।






আরও...