অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২২ রাত ১১:৩০

remove_red_eye

৩৮৯

ভোলায় জমকালো আয়োজনে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা পৌর সভার আয়োজনে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান উপভোগ করেন কয়েক হাজার নারী পুরুষ। এ সময় রাতের আকাশে আতোশ বাজীর ঝলকানি ও মঞ্চ মাতিয়ে তুলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা।


 রাত সোয় ৮ টায় অনুষ্ঠানের সভাপতি ভোলা পৌর সভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রথমে আলোচনা সভা শুরু হয়।  এসময় জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাস,বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার এই এম শামীম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন, প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। পরে একে একে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।





আরও...