অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নব-যোগদানকৃত ৯ সাহকারী সার্জন কে বরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৫২

remove_red_eye

৪৫২

ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিসিএস ক্যাডারের নয়জন ডাক্তার নিয়োগ পেয়ে  আজ তারা কর্মস্থলে  যোগ দান করেছেন ২৮ শে ফেব্র“য়ারী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের কে ফুলেল শুভেচ্ছা জানান বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ তপতী চৌধুরী।
এ-সময় নব-যোগদান কৃত ডাক্তারদের পরিচয় ও তাদের খোঁজ খবর নেন ডাঃ তপতী চৌধুরী। তিনি নবাগত ডাক্তারদের কে হাসপাতালের চিকিৎসার বিষয়ে দিকনির্দেশনা প্রধান করেন এবং তাদের কে কর্মস্থলে সহযোগিতা করবেন বলে তিনি জানান।
নব- যোগদানকৃত ডাক্তার গন তাদের এ কর্মস্থলে তাদের উপর ন্যায্য দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালনে সর্বাÍক চেষ্টা করবেন বলে জানান। নব- যোগদান করা সহকারী সার্জন গন হলেন - ডাঃ ইপ্সিতা রহমান, ডাঃ তাহমিনা আক্তার, ডাঃ মোঃ রাশেদুল ইসলাম, ডাঃ দুলাল চন্দ্র দাস, তাসফিয়া আমিন রাহা, ডাঃ মাহির ফয়সাল, ডাঃ তৃনা দে, ডাঃ সিফাত উল্যাহ,ডাঃ শাশ্বত মিস্ত্রি চন্দন