অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে প্রধান শিক্ষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৫১

remove_red_eye

৩৫০

 ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলার জন্য গতকাল মঙ্গলবার ইউনিসেফ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।


সুরক্ষা সামগ্রী বিতরন কালে এমপি মুকুল বলেন. করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আর একটি পক্ষ বিদেশে বসে ষড়যন্ত্র করছে এদের কে রুখে দিতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সহ আরও অনেকে।