অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে পপুলার ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৩৭

remove_red_eye

৩৮০

ভোলার দৌলতখানের পৌরশহরের উত্তর মাথায় কাশেম মেম্বার সুপার মার্কেটে অবস্থিত পপুলার ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এর উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় এমপি মুকুল বলেন, উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় আগে উপজেলার মানুষজন চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এখন আর যেতে হবে। পপুলার ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে এলাকার মানুষ সেবা নিতে পারবেন।


পপুলার ল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: রাসুল বক্স শাহীন চৌধুরীর সভাপতিত্বে এবং হুমায়ুন আহাম্মেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান জি.এস ভুট্টু তালুকদার সহ অনেকে।