অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার ইলিশা থেকে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্ধ


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১লা মার্চ ২০২২ রাত ১১:৫৭

remove_red_eye

৪১৯

কাভার্ড ভ্যানসহ  চালক আটক
ইসতিয়াক আহমেদ : ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ৩২ ব্যারেল চোরাই অপরিশুদ্ধ সয়াবিন তেলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। মঙ্গলবার সকালে এ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করা না গেলেও কভার্ড ভ্যান চালক মোঃ ফরহাদ (৩২) নামে এক যুবকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ইলিশা ফেরিঘাট এলকায় অভিযান চালায়।  এসময় দৌলতখান থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩২ ব্যারেল অপরিশুদ্ধ চোরাই সয়াবিন তেল উদ্ধার করে তা জব্ধ করা হয়। তবে এর মালিক ও এর সাথে জড়িত কাউকে আটক করা না গেলেও কাভার্ড ভ্যানের চালক ফরহাদ হোসেনকে আটক করা হয়। পরে জব্দকৃত অপরিশুদ্ধ সয়াবিন ও কাভার্ড ভ্যান এবং চালক ফরহাদকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





আরও...