অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪৮

remove_red_eye

৪৮৭

ভোলার  লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতি ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে পশ্চিম চর উমেদ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলী হেলালকে সভাপতি ও দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।


এছাড়াও লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক একেএম মামুনুর রশীদকে সিনিয়র সহ-সভাপতি ও উত্তর বেদুরিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম এবং লালমোহন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত এ কমিটির পক্ষ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও নতুন এ কমিটি শিক্ষার মান নিশ্চিতসহ শিক্ষকদের অধিকার আদায়ে  অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।





আরও...