অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে অভয়আশ্রমের জেলেদের সাথে মৎস্য দপ্তরের জনসচেতনতা সভা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৪৫

remove_red_eye

৩৫৩

এম নয়ন ,তজুমদ্দিন II ভোলার তজুমদ্দিনে ইলিশ স¤পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার লক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শশীগঞ্জ মাছঘাটে ও বিকালে চৌমুহনী মাছ ঘাটে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে উপজেলা প্রসাশন এবং মৎস্য অধিদপ্তর এসব সভার আয়োজন করেন।
মৎস্য অফিসার আমির হোসেন জানান, সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিবছর ১ লা মার্চ থেকে ৩০ এপ্রিল মেঘনা নদীর ইলিশা ঘাট থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিঃ মিঃ এলাকায় অভয়আশ্রম ঘোষনা করে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।উপজেলা মৎস্য অফিসার আমির হোসেনের সভাপতিত্বে জনসচেতনতা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। বিশেষ অতিথি ছিলেন মনপুরা তজুমদ্দিন সার্কেল অফিসার মনিরুল ইসলাম, অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, শশীগঞ্জ আড়ৎদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন, চৌমুহনীর আড়ৎদার মোঃ ফারুক মিয়া প্রমূখ।