বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:২৯
৩৯৫
ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার চিন্তা করা বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। স্বাগতিকদের ক্যাম্পে লেগেছে স্বস্তির পরশ। তাইতো শেষ ওয়ানডের আগের দিনও ঐচ্ছিক অনুশীলন রেখেছিল দল।
যেখানে ছিলেন না সাকিব, লিটন, মোস্তাফিজ, তাসকিন, আফিফ, শরিফুল। রোববার (২৭ ফেব্রুয়ারি) তামিম, মুশফিক, মিরাজ, ইয়াসিররা ঘাম ঝরিয়েছেন। তবে নিজেদের লক্ষ্য থেকে সরে আসেনি বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় শেষ ম্যাচেও আফগানিস্তানকে কোনো ছাড় দেবে না। অতি গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট নিশ্চিত করতেই মাঠে নামবে তামিমের দল।
আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। ১৪ ম্যাচে ১০ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১০০। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে জিতলে বাংলাদেশ পাবে আরো ১০ পয়েন্ট। সেই লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা। দলের প্রতিনিধি হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সিরিজ জয়ের আনন্দেই ক্ষান্ত নন ক্রিকেটাররা। তাদের লক্ষ্য আরো উচুঁতে।
তবে অনেক সময়ই সিরিজ জয়ের পর স্বস্তি চলে আসে। দল নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। নিয়মিত ক্রিকেটারদের দেওয়া হয় বিশ্রাম। তবে বিশ্বকাপ সরাসরি খেলার লড়াইয়ে থাকা বাংলাদেশের ভাবনায় নেই সেসব। মিরাজ বলেছেন, ‘যেটা বললেন… সিরিজ জিতলে ব্যাক অব মাইন্ড যেটা থাকে… সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু শীর্ষ আটটা দলই কোয়ালিফাই করবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট, একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে।‘
আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ ৪টি ম্যাচ হেরেছে। নিউ জিল্যান্ডে তিন ম্যাচ সিরিজ হারের আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে ১০ পয়েন্ট হারিয়েছিল বাংলাদেশ। সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচটি হেরে যায় তামিমরা। তাতে সিরিজ জয়ের আনন্দ কিছুটা হলেও মলিন হয়।
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নেতিবাচক চিন্তা করছেন না মিরাজ, ‘ওরকম কোনো কথা হয়নি (শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে হার নিয়ে)। যেটা বললেন, সেটা নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না। ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ নিংড়ে দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’
আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকায়। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে খেলবে তিন ম্যাচের সিরিজ। স্থগিত করা সিরিজ খেলতে আগামী বছর শুরুর দিকে ইংল্যান্ড আসবে বাংলাদেশে। সামনের তিন সিরিজের দুটিই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। সেসব মাথায় রেখে চট্টগ্রামে ১০ পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।
মিরাজ বললেন, ‘সামনে হয়তো অনেক ভালো ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো।’
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক