অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


ভোলায় পরিবেশ সনদ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০২

remove_red_eye

৪০৩

ভোলায় দেশীয় পোল্ট্রি খামারিদের নিয়ে পরিবেশ সনদ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা ৪ ফেব্রয়ারি অনুষ্ঠিত হয়েছে।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা ভোলা -৩ শাখায় এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, আব্দুল মালেক।


কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা এস. এম. সাকিবুল ইসলাম ও টেকনিক্যাল অফিসার মাহামুদুল হাসান। কর্মশালায় ভোলা সদর, উত্তর জয়নগর ও দৌলতখান এর ৩০ জন দেশীয় পোল্ট্রি খামারী অংশ নেয়। কর্মশালায় বক্তারা খামারিদের পরিবেশ সনদের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং খামারীদের পরিবেশ সনদ গ্রহনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।