অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় মুগডালের পুষ্টি ও স্প্রাউট তৈরী বিষয়ক কর্মশাল অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০১৯ রাত ১০:২৯

remove_red_eye

৪৮৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মুগডালের পুষ্টি ও স্প্রাউট তৈরী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতীক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের মুগডাল ও সুগন্ধি ধানের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাত করনের মাধ্যমে আয় বৃদ্ধি ও কমসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে সংস্থার হলরুমে গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় উদ্ধোধনী স্বাগত বক্তব্য রাখেন (জিজেইউএস) এর অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল। মা ও শিশুর পুষ্টি বিষয়ক আলোচনা করেন বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিরুপম সরকার, বিভিন্ন খাদ্য দ্রব্যের পুষ্টিগুন নিয়ে আলোচনা করেন পিকেএসএফ এর উপ-ব্যাস্থাপক কপিল কুমার পাল, মুগডালের স্প্রাউট তৈরী নিয়ে আলোচনা করেন সাকো”র নির্বাহী পরিচালক কেএসএম ফখরুল আলম।
জিজেইউএস এর তথ্যচিত্র উপস্থাপন করেন সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু, উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন ও সহকারী পরিচালক আবু বকর প্রমূখ।
কর্মশালায় ভোলা, বরগুনা, যশোর এর বিভিন্ন সংস্থার ২৫জন প্রতিনিধি অংশ নেয়।