অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


ভোলায় বাংলাদেশ রবিদাস ফোরামের কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৩৯৮

অচিন্ত্য মজুমদার II নিতাই রবিদাসকে সভাপতি ও গোপাল রবিদাসকে সাধারণ স¤পাদক করে বাংলাদেশ রবিদাস ফোরামের ভোলা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। হোটেল আহসানের দ্বিতীয় তলায় শুক্রবার দুপুরে অনুষ্ঠিত ত্রী-বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত ত্রী-বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাষ নন্দী।

জেলা রবিদাস ফোরামের সভাপতি নিতাই রবিদাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-এর সভাপতি চাঁনমোহন রবিদাস। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিআরএফ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক স¤পাদক বিপ্লব রবিদাস কমল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ স¤পাদক মোঃ আলাউদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শেখর কুমার সরকার, বিআরএফ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাজেশ রবিদাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক অরুণ রবিদাস, বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক স¤পাদক জীবন রবিদাসসহ অনান্যরা। সভা সঞ্চালনা করেন জেলা বিআরএফ-এর সাধারণ স¤পাদক গোপাল রবিদাস।

সভায় উপস্থিত সকলের সম্মতি ও জেলা পর্যায়ের রবিদাস প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে আগামী তিন বছরের জন্য নিতাই রবিদাসকে সভাপতি, গোপাল রবিদাসকে সাধারণ স¤পাদক এবং নিখিল রবিদাসকে সাংগঠনিক স¤পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট বিআরএফ-এর ভোলা জেলা কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর মাধ্যমে রবিদাসদের অধিকার সচেতন, সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া ধর্মীয় গোঁড়ামী, কুসংস্কার, যৌতুক, বাল্যবিবাহ এবং মাদকমুক্ত রবিদাস সমাজ গঠনের স্বপ্ন স্বার্থক করতে আমরা বদ্ধ পরিকর। এসময় রবিদাস জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার উপর জোর দেওয়ার জন্য বক্তাগণ সকলের দৃষ্টি আকর্ষণ করেন।