বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০৯
৩৭৯
ভোলায় চলতি মৌসুমে আলুর ব্যাপক আবাদ হয়েছে। তবে অসময়ের বৃষ্টি এবং রোগবালাই’র আক্রমণের কারণে অপুষ্ট আলু তুলে ফেলতে বাধ্য হচ্ছেন চাষীরা। তাই আলুর বাম্পার ফলনের আশা করা হলেও লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে নিবিঢ় পরিচর্যার ফলে চাষীরা অধিক লাভবান না হলেও লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে দাবি করছে কৃষিবিভাগ।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে গিয়ে দেখা যায় দিগন্ত জোড়া শুধু আলুর আবাদ। ফলনও হয়েছে আশানুরূপ। আর মাস খানেক পরে পরিপক্ক আলু তোলার কথা। কিন্তু মাঠে নেমে দেখা যায় কোথাও কোথাও আলুগাছের পাতা বিবর্ণ হয়ে কুকড়ে যাচ্ছে। চাষীরা জানান, অসময়ে অত্যধিক বৃষ্টি হয়েছে। ক্ষেতের কোথাও কোথাও পানি জমে গেছে। যেখানে দুই তিনদিন ধরে পানি জমে ছিল সেখানকার আলু গাছগুলোই মরে যাচ্ছে। দুই চারটি গাছ তুলে দেখা যায় অধিকাংশ আলু অপুষ্ট। কোন কোন আলুর গায়ে কালো কালো দাগ পড়েছে।
কৃষি বিভাগ জানায়, গেলো ডিসেম্বর মাসে ভোলায় কৃষকরা আলু আবাদ শুরু করে এবং মার্চ মাসের মাঝামাঝি ফলন পাওয়া কথা। কৃষকরা জানায়, আলু আবাদের শুরুতে এক দফা বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতি হয়। সেই ক্ষতি কাটিয়ে আলু গাছে যখন ফলন আসতে শুরু করে সেই সময় দ্বিতীয় দফা বৃষ্টি হয়। এতে করে নিচু জমির আলু ক্ষেতে বৃষ্টির পানিতে ভাইরাস জনিত নানা রোগবালাই দেখা দেয়। অনেক ক্ষেতের পাতা লালচে হয়ে গেছে। আবার কোন কোন ক্ষেতে আলুর পচন দেখা দিয়েছে। এতে করে আলু পরিপক্ক হওয়ার আগেই অপুষ্ট আলু ক্ষেত থেকে তুলে নিচ্ছেন চাষীরা। ফলে দামও পাচ্ছেন অনেক কম।
এমন পরিস্থিতিতে যারা ঋণ নিয়ে আলুর আবাদ করেছেন তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আলু বিক্রি করে চালান না উঠলে কিভাবে ঋণ পরিশোধ করবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছে। কৃষি বিভাগ থেকে সহায়তা পেলে হয়তো তারা উপকৃত হতো। তা না হলে তারা ক্ষতির মুখে পড়ার আশংকা করছে।
এদিকে ভোলা জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হাসান ওয়ারিসুল কবির জানান, গত বছর কৃষকরা আশানুরূপ আলুর ফলন পেয়েছিলেন। তাই এবছর অধিক আবাদ করেছেন। কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিবিঢ় পরিচর্যা করলে কৃষকরা লোকসানে পড়বেন না বলে আশার করা হচ্ছে।
কৃষি বিভাগ সুত্র জানায়, গত বছর ভোলা জেলায় ৫ হাজার ৩৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিলো এবং উৎপাদন হয় ১ লক্ষ ১৯ হাজার ৯৩৩ মেট্রিক টন। আর এবছর আলু আবাদের লক্ষমাত্রা ছিলো ৫ হাজার ২২০ হেক্টর। কিন্তু লক্ষমাত্রার চেয়ে অতিরিক্ত প্রায় ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক