অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


এতিমখানা প্রতিষ্ঠা করলেন সংগীতশিল্পী রবি চৌধুরী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৩৮১

চট্টগ্রামের বাঁশখালীতে এতিমখানা প্রতিষ্ঠা করলেন সংগীতশিল্পী রবি চৌধুরী।

এই এতিমখানায় প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য প্রতি মাসে একটা অর্থ সহায়তা দেন রবি চৌধুরী। শুধু তাই নয়, এলাকার গরিব মানুষদের নিয়মিত সহায়তায় করতে চান তিনি।

 

সাধারণ মানুষের পাশেও থাকতে চান রবি চৌধুরী। তা উল্লেখ করে এই শিল্পী বলেন—আমি অতটা বিত্তশালী মানুষ নই। তার পরও যতটুকু সামর্থ আছে সেটা সবার মাঝে বিলিয়ে দিতে চাই। শুধু মসজিদ বা এতিমখানা নয়, আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। বিত্তশালীরা যদি ভেদাভেদ ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়াত তাহলে দেশটা আরো সুন্দর হতো।’

প্রতিদিন একটি করে ভালো কাজ করুন, মন ভালো থাকবে— এ কথায় বিশ্বাস রাখেন রবি চৌধুরী। সেই লক্ষ্যে কিছুদিন আগে নিজের জন্মস্থান বাঁশখালীতে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। এর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নির্মাণ করলেন এতিমখানা।





আরও...