অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রনী ব্যাংকে সেচ্ছায় রক্তদান কর্মসূচী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০১৯ রাত ১০:৫২

remove_red_eye

৪৯৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা অগ্রণী ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা অগ্রণী ব্যাংক লিমিটেড জাতীয় শোক দিবস পালন পরিষদের আয়োজনে ভোলা আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ভোলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাপরিচালক মোঃ হুমায়ুন কবির। এ সময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা রক্তদান কর্মসূচীতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগস্ট মাস জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা ভোলা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে রক্তদানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছি। মুমুর্ষ রোগীদেরকে রক্ত দেয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা শাখার ব্যবস্থাপক পঙ্কজ কুমার নাথ, ওয়াপদা শাখার ব্যবস্থাপক ফরিদ আহাম্মদ খান, কালিনাথ রায় বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান ,দেীলতখান শাখা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন ,আঞ্চলিক কার্যালয়ের অফিসার গনেশ চন্দ্র দেব নাথ, মোঃ জহির রায়হান, মোঃ নোমান, মোঃ খাইরুর বাশার, মোঃ হবিবুল্লাহ , সিবি এ ভোলা অঞ্চল সম্পাদক শ্যাম সুন্দর দে প্রমূখ।