অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫ | ২৮শে পৌষ ১৪৩১


বইমেলায় তারকাদের বই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৩০৪

শুরু হয়েছে একুশে গ্রন্থমেলা। প্রতি বছরের মতো এবারও গ্রন্থমেলায় থাকছে তারকা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বেশ কিছু গ্রন্থ। 

এরই মধ্যে লেখক হিসেবে অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা এবার লিখেছেন ‘আষাঢ়ে’। বই প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘প্রতি বছরের ধারাবাহিকতায় বইপ্রেমীদের জন্য এবারও নতুন বই নিয়ে এসেছি। কয়েক বছর ধরেই নিয়মিত আমার বই প্রকাশ হয়ে আসছে। ‘আষাঢ়ে’ একটির গল্পের বই। বইয়ে তিনটি গল্প থাকছে। শখ থেকে লেখালেখিটা এখন ভালোবাসাও হয়ে গেছে। অভিনয়ের ব্যস্ততার কারণে লেখালেখিতে সময় দিতে পারছি না। তার মধ্যে পাঠকদের কথা ভেবে নতুন বই নিয়ে আসা।পাঠক যদি আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করে পড়েন তবেই আমার লেখা সার্থক হবে।’

 

কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী তার বর্ণিল জীবনের গল্প মলাটবদ্ধ করেছেন। থমবার একটি আত্মজীবনীমূলক বই লিখেছেন তিনি। ‘জীবনের গান’ নামে তার আত্মজীবনীতে সঙ্গীত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন ও চলমান সময় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান এই কিংবদন্তি। 

এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘আমার জীবনটা বেশ ঘটনাবহুল। অনেক চড়াই-উতরাই পার করে এখানে এসেছি। আছে সুখ-দুঃখের হাজারও ঘটনা। সেগুলো আমার অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করার জন্যই বইটি লেখা। দীর্ঘ আড়াই বছর সময় নিয়ে বইটি লিখেছি। এই সময়ে অন্য কোনো কাজে সময় দেইনি।’

দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত উপন্যাস ও কাব্যগ্রন্থ লিখছেন।প্রতি বছর মেলায় তার লেখা বই প্রকাশ হয়।এবার তিনি প্রকাশ করেছেন একটি কাব্যগ্রন্থ।এটির নাম ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’।

 

মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি লেখালেখি পছন্দ করেন। ২০১৭ সাল থেকে বইমেলায় নিয়মিত বই প্রকাশ করছেন।এবারের বইমেলায় ‘ঘুণমানুষ’নামে তার কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস।এই উপন্যাসে ব্যতিক্রমী একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান অভিনেত্রী।

এ ছাড়া সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক একটি বই লিখেছেন। নাম ‘এবং বিশ্বজিৎ’। গীতিকার শহিদ মাহমুদ জঙ্গীর কবিতার সংকলন ‘একদিন ঘুম ভাঙা শহরে’ প্রকাশ হয়েছে।গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের কবিতার বই ‘হাওয়া দেখি বাতাস খাই’। গীতিকার ও উপস্থাপিকা অধরা জাহান লেখা কবিতার বই ‘নীল পেয়ালার বিষ’ প্রকাশ হয়েছে।





চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ

চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ

ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান

ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান

চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

চরফ্যাসনে বেড়ি বাঁধে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

চরফ্যাসনে বেড়ি বাঁধে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

আরও...