বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৭
৩৭৭
শুরু হয়েছে একুশে গ্রন্থমেলা। প্রতি বছরের মতো এবারও গ্রন্থমেলায় থাকছে তারকা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বেশ কিছু গ্রন্থ।
এরই মধ্যে লেখক হিসেবে অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা এবার লিখেছেন ‘আষাঢ়ে’। বই প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘প্রতি বছরের ধারাবাহিকতায় বইপ্রেমীদের জন্য এবারও নতুন বই নিয়ে এসেছি। কয়েক বছর ধরেই নিয়মিত আমার বই প্রকাশ হয়ে আসছে। ‘আষাঢ়ে’ একটির গল্পের বই। বইয়ে তিনটি গল্প থাকছে। শখ থেকে লেখালেখিটা এখন ভালোবাসাও হয়ে গেছে। অভিনয়ের ব্যস্ততার কারণে লেখালেখিতে সময় দিতে পারছি না। তার মধ্যে পাঠকদের কথা ভেবে নতুন বই নিয়ে আসা।পাঠক যদি আগ্রহ নিয়ে বইটি সংগ্রহ করে পড়েন তবেই আমার লেখা সার্থক হবে।’
কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী তার বর্ণিল জীবনের গল্প মলাটবদ্ধ করেছেন। থমবার একটি আত্মজীবনীমূলক বই লিখেছেন তিনি। ‘জীবনের গান’ নামে তার আত্মজীবনীতে সঙ্গীত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন ও চলমান সময় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান এই কিংবদন্তি।
এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘আমার জীবনটা বেশ ঘটনাবহুল। অনেক চড়াই-উতরাই পার করে এখানে এসেছি। আছে সুখ-দুঃখের হাজারও ঘটনা। সেগুলো আমার অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করার জন্যই বইটি লেখা। দীর্ঘ আড়াই বছর সময় নিয়ে বইটি লিখেছি। এই সময়ে অন্য কোনো কাজে সময় দেইনি।’
দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত উপন্যাস ও কাব্যগ্রন্থ লিখছেন।প্রতি বছর মেলায় তার লেখা বই প্রকাশ হয়।এবার তিনি প্রকাশ করেছেন একটি কাব্যগ্রন্থ।এটির নাম ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’।
মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু অভিনয়ের পাশাপাশি লেখালেখি পছন্দ করেন। ২০১৭ সাল থেকে বইমেলায় নিয়মিত বই প্রকাশ করছেন।এবারের বইমেলায় ‘ঘুণমানুষ’নামে তার কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস।এই উপন্যাসে ব্যতিক্রমী একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান অভিনেত্রী।
এ ছাড়া সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক একটি বই লিখেছেন। নাম ‘এবং বিশ্বজিৎ’। গীতিকার শহিদ মাহমুদ জঙ্গীর কবিতার সংকলন ‘একদিন ঘুম ভাঙা শহরে’ প্রকাশ হয়েছে।গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের কবিতার বই ‘হাওয়া দেখি বাতাস খাই’। গীতিকার ও উপস্থাপিকা অধরা জাহান লেখা কবিতার বই ‘নীল পেয়ালার বিষ’ প্রকাশ হয়েছে।
ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু