অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


ইলিশায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩০

remove_red_eye

৩৪২

শহীদুল ইসলাম সাগর II ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর লঞ্চ ঘাট থেকে ৩ কেজি গাঁজাসহ শাহজাহান নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা ফাঁড়ী পুলিশ । সোমবার দুপুরে ইলিশা ফাঁড়ীর ইনচার্জ জনাব শেখ ফরিদ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে কে আটক করা হয়।


ইলিশা ফাঁড়ির ইনচার্জ শেখ ফরিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ এস আই সিদ্দিকুর রহমান, এ এস আই সুজন মাঝি, এ এস আই মাইনুল হাসান, এ এস আই মো গুলজার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিশা লঞ্চ ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করি। এসময়  মোঃ শাহজাহান (৪২) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ কেজি উদ্ধার করা হয়েছে। আটককৃত শাহজাহান বোরহানউদ্দিন উপজেলার চকডোস গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।