অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় আরো ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি , জেলায় এ পর্যন্ত ১৬ জন আক্রান্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০১৯ রাত ১০:৫৫

remove_red_eye

৪৮৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরো ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত প্রায় ২ সপ্তাহে ওই ২ জন সহ মোট ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ভোলায় দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও শুধুমাত্র ভোলা সদর হাসপাতালে বৃহস্পতিবার ডেঙ্গু রোগ সনাক্তের কোন কিট আসে। কিন্তু অন্য ৬ উপজেলার হাসপাতাল গুলোতে এখনো কিট আসেনি। এদিকে বিভিন্ন উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ছড়িয়ে পড়ায় এলাকার মানুষের মধ্যে চরম আকার ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।
ভোলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, বর্তমানে ভোলা সদর হাসপাতালে ৫ জন ও চরফ্যাসন হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। তারা ঢাকা থেকে ভোলায় এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। জেলায় ১৬ জন আক্রান্ত হলেও এখন পর্যন্ত ৭ জন ভর্তি রয়েছে। অন্যরা সুস্থ্য হয়ে চলে গেছেন। ২/১ জন ঢাকায় চিকিৎসা নিতে যান। ডেঙ্গু রোগ পরীক্ষার কিট ভোলা হাসপাতালে আসেছে বলে সিভিল সার্জন নিশ্চিত করেন।